রাঙামাটির রাজস্থলীতে রাতের আঁধারে সশস্ত্র হামলা চালিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন সোহাগ (২০) রূপক (১৮) ও বিশ্বজিৎ দে (২২)। তাদের মধ্যে সোহাগ ও রূপক আপন ভাই।
সংশ্লিষ্ট ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এমদাদুল হক মিলনও অপহরণের শিকারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহৃত তিনজনই সড়ক ও জনপথ বিভাগের অধীনে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর বাস্তবায়নাধীন সড়ক ধারক দেয়াল নির্মাণকাজের শ্রমিক ছিলেন।
অন্যদিকে সোহাগ-রূপকের বড় ভাই সবুজ জানিয়েছেন, গত তিন মাস ধরেই তারা সর্বমোট ১৪ জন শ্রমিক রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের লংগদুপাড়ায় লেবার শেডে অবস্থান করে পাশের সড়কে এনডিই কর্তৃক ধারক দেয়াল নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায়ও কাজ শেষ করে লংগদুপাড়ায় লেবার শেডে অবস্থান করছিলেন তারা। এ সময় অপর শ্রমিকরা একটু অদূরে চায়ের দোকানে গিয়েছিলেন চা-নাশতা করার জন্য। এ সময় পাঁচ থেকে ছয়জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে লেবার শেডে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়।
সবুজ ও তার দুই ভাই নেত্রকোনা জেলাধীন পূর্বধলা থানার সাতকাঠি গ্রামের জামাল উদ্দিনের সন্তান। এ ছাড়া অপহৃত অপরজন বিশ্বজিৎ দের বাড়ি গাইবান্ধা জেলাধীন সাগাটা থানার ২ নম্বর ধলধলিয়া গ্রামে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসাইন বলেন, আমাদের কাছে এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করে নাই। তবে আমরা শুনেছি তিনজন লোককে পাওয়া যাচ্ছে না। সে জন্য আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছি, আসলে বিষয়টি কতটুকু কী!
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ জানান, এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। যার কারণে বিষয়টি নিশ্চিত হতে পারছি না।
মন্তব্য করুন