নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি নেতাকে চিনতে না পারায়’ চিকিৎসককে মারধর

মারধরের ঘটনায় মানববন্ধনের ব্যানার। ছবি : কালবেলা
মারধরের ঘটনায় মানববন্ধনের ব্যানার। ছবি : কালবেলা

নাটোরে এক চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মো. হিটলু নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে নাটোরের সিভিল সার্জন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে আধুনিক সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে কর্তব্যরত অবস্থায় তার কক্ষের দরজা বন্ধ করে বেধড়ক মারধর করেন হিটলু। রাতেই ভুক্তভোগী ওই চিকিৎসক বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনকে।

এরপর বুধবার দুপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে অন্যান্য চিকিৎসক এবং স্টাফরা মানববন্ধন করতে গেলে তাদের জোরপূর্বক মানববন্ধন করতে বাধা দেয় জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নবাব সিরাজউদ দৌলা, সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রদল নেতা শহিদুল্লাহ সোহেলসহ বিএনপি ও যুবদল নেতাদের উপস্থিতিতে দোষ স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত হিটলু।

জানতে চাইলে ভুক্তভোগী ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে গিয়ে একজন রোগীর বিষয়ে জানতে চান হিটলু। এসময় তাকে চিনতে না পারার কারণে রুমের দরজা বন্ধ করে দিয়ে হিটলু এবং তার ৫-৬ জন সহযোগী বেধরক মারধর করে চলে যায়। পরে রাতে হিটলুসহ বিএনপি নেতারা হাসপাতালে গিয়ে তাকে চাপ দিয়ে মীমাংসা করতে বলে। বিএনপি নেতাদের চাপে তিনি ক্ষমা করেছেন বলে জানান।

এরপর বুধবার দুপুরে সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করতে গেলে বিএনপি নেতারা মানববন্ধন না করতে স্ব-শরীরে হাজির হয়ে নিষেধ করেন।

চিকিৎসককে মারধরে বিষয় অস্বীকার করে অভিযুক্ত হিটলু বলেন, হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে নিজেরা বসে মীমাংসা করে নিয়েছেন।

নাটোরের সিভিল সার্জন বলেন, তিনি জেলার বাইরে আছেন। কর্তব্যরত একজন চিকিৎসককে মারধরে ঘটনা ঘটার পরে তিনি লিখিতভাবে জানালে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে অভিযুক্ত এবং তার দলের নেতারা গিয়ে ক্ষমা চাইলে উপস্থিত চিকিৎসকরা আপস করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় সাধারণ ডায়েরি করে সিভিল সার্জন। পরে অভিযুক্ত ব্যক্তির একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র দেয় সিভিল সার্জন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋষভ পান্তের ইনজুরিতে আরও বিপদে ভারত

গোপালপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বৈষম্যবিরোধী আন্দোলন : নিহতের পরিবারকে ৩০ লাখ টাকা দেবে সরকার

ইরানের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা, রাশিয়ার হুঁশিয়ারি

আদর্শ ও নীতিহীন হয়ে নিজেদের ক্ষতি করবেন না : যুবদল সম্পাদক

‘দেশকে কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হবে’

ফারিণের বিপরীতে রোমান্টিক ডাক্তার অপূর্ব 

১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ট্রাফিক সেবা পক্ষ

মার্সেল পণ্য কিনে পেতে পারেন গাড়ি

চার ঘণ্টা বিদ্যুৎশূন্য কেরানীগঞ্জ

১০

কোথায় যাবেন জানেন না, তবে দেশে ফিরছেন না সাকিব

১১

এস আলমের টাকা সাদা করে তিন যুগ্ম কমিশনার বরখাস্ত

১২

হাথুরুসিংহের চুক্তি বাতিল করে ফিল সিমন্সকে অনুমোদন

১৩

ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

১৪

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন

১৫

শেখ হাসিনার অবস্থান কোথায়, জানাল ভারত

১৬

কাপ্তান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

১৭

শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন / কৃতজ্ঞতা প্রকাশ করল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

১৮

সাকিবকে দল থেকে বাদ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি 

১৯

জাতীয় দিবস বাতিলের নিন্দা জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী

২০
X