বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার ফলে ডুবে যাওয়া ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্তসেতু ১ মাস ২৬ দিন পর দৃশ্যমান হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সেতুর পাটাতন ভেসে উঠেছে।
পানি কমার পর সেতুর পাটাতন মোছার ও মেরামতের কাজ করছে পর্যটন কতৃপক্ষের শ্রমিকরা। সেতুতে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলেও আগামী কয়েকদিনের মধ্যে সংস্কার কাজ শেষে সেতুটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানান পর্যটন কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি কমায় সেতুটি ভেসে উঠেছে। এখন সংস্কার কাজ শেষে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেতুটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে খুব শিগগিরই।
কাপ্তাই হ্রদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি বছরই সেতুটি হ্রদের পানিতে ডুবে যায়। হ্রদের সর্বোচ্চ পানির স্তর ১০৯ ফুট থাকলেও হ্রদে ১০৫ ফুট পানি হলেই সেতুটি ডুবে যায়। এ বছরও হ্রদের পানি বাড়ায় ২৩ আগস্ট ডুবে যায় সেতুটি। হ্রদের পানি কমায় ১ মাস ২৬ দিন ডুবে থাকার পর আজ আবারও ভেসে উঠেছে সেতুটি।
মন্তব্য করুন