শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে লোকালয় অজগর, বনে অবমুক্ত

মিরসরাইয়ে একটি বাড়ির আঙিনা থেকে আটকা পড়া ১২ দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার। ছবি : কালবেলা
মিরসরাইয়ে একটি বাড়ির আঙিনা থেকে আটকা পড়া ১২ দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার। ছবি : কালবেলা

মিরসরাইয়ে একটি বাড়ির আঙিনা থেকে জালি তারের সাথে আটকা পড়া ১২ দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় থেকে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় একটি বাড়ির পুকুরে জালি তারের সঙ্গে একটি অজগর দেখে স্থানীয়রা মিরসরাই রেঞ্জ কর্মকর্তাদের খবর দেন। সংবাদ পেয়ে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য নাইমুল ইসলাম নিলয় অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করে। পরে এই নির্বিষ অজগরটি দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেক এলাকার বনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় কালবেলাকে বলেন, খবর পেয়ে ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মিরসরাই উপজেলা বন-বিভাগের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয় সাপটি।।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ কালবেলাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোকালয় থেকে অজগরটি উদ্ধার করে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করি। উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১২ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফুট।

তিনি বলেন, গত আগস্ট মিরসরাইয়ে বয়ে যাওয়া বন্যায় পাহাড়ি ঢলে এসব অজগরটি লোকালয়ে চলে আসছে।

বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর ও খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধু প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বন মুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী ইত্যাদি খায়। সাপটি নিজের আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।

জোহরা মিলা বলেন, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে এটি দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তপশিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত, তাই এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

প্রসঙ্গত এর আগে গত ৯ সেপ্টেম্বর মিরসরাইয়ে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করে করেরহাট রেঞ্জের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিতে ‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা’ শীর্ষক দু’দিনব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে চিন্তাধারায় বৈচিত্র্য আনতে হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা

থানা হবে নগরবাসীর সার্ভিস সেন্টার : নবনিযুক্ত ডিএমপি কমিশনার

‘খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল’

কুয়াকাটায় ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ শিক্ষার্থীদের

বাংলাদেশ-ভারত বৈঠক ডিসেম্বরে, হতে পারে হাসিনার প্রত্যর্পণের আলোচনা

এবার পাবিপ্রবিতে চোর সন্দেহে আটক যুবক

পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর

সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, তা করা হবে : সিইসি

১০

পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা

১১

ব্রেক ফেল হওয়ায় প্ল্যাটফর্মের ২ কিমি দূরে থামলো ট্রেন

১২

যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

১৩

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে রাষ্ট্রদূত আনসারীর ফেসবুক পোস্ট

১৪

গতির পার্থে লড়াইয়ের জোশ

১৫

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জাসদ ছাত্রলীগ নেতাকে বেধড়ক মারধর

১৬

টেনিসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

১৭

ঋণ আদায়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

১৮

সাতক্ষীরায় সংবর্ধিত সাবিনারা

১৯

ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাইয়ের ১০৫তম জন্মবার্ষিকী পালন

২০
X