নতুন বাংলাদেশে সাফল্যের দুই বছর এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালবেলার জামালপুর জেলা প্রতিনিধি মশিউর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি হাফিজ রায়হান সাদা এবং সিনিয়র সাংবাদিক ও কবি সাযযাদ আনসারী।
অনুষ্ঠানে কালবেলার সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন, ইসলামপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক ও মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি আকন্দ সোহাগসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক কালবেলার বয়স মাত্র দুই বছর। এর মধ্যে কালবেলা সারা দেশে আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে। এখন কালবেলা পত্রিকার প্রতিদ্বন্দ্বী একমাত্র কালবেলা। কালবেলা ভবিষ্যতে তাদের বর্তমান ধারা অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
তারা আরও বলেন, যে কোনো খবর দেখতে সবার আগে কালবেলায় খবর দেখেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সময়ে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে কেক কাটাসহ নৈশভোজের আয়োজন করা হয়।
মন্তব্য করুন