কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সৌদি আরব প্রবাসী মুনছের আলীর (৩০) কফিনবন্দি লাশ ১৬ দিন পর দেশে পৌঁছেছে। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত রঞ্জিত আলী ছেলে। গত ৩০ সেপ্টেম্বর সৌদি আরবের দাম্মামে হৃদক্রিয়া বন্ধ তিনি মারা যায়।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লাশটি গ্রহণ করে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে ৪ লাখ টাকা খরচ করে ১ বছর ৫ মাস আগে সৌদি আরবে যায় মুনছের আলী। ঋণের অধিকাংশ টাকায় সে এখনো শোধ করতে পারেনি। ঋণ শোধ করা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় তার মৃত্যুর অন্যতম কারণ মনে করছে পরিবারটি।
এর আগে ১৫ অক্টোবর তার স্ত্রী ফুলনা খাতুন কালবেলাকে বলেছিলেন, পরিবারে দুই ছেলে ও এক মেয়ে আছে। পৌনে ১ কাঠার ওপর নির্মিত এক রুমের একচালা বাড়ি ছাড়া আর কোনো সম্পদ নেই। তার ওপর মাথার উপর ঋণের বোঝা। কেউ দিলে খায়, না দিলে না খেয়ে থাকি।
প্রতিবেশী নাহারুল ইসলাম বলেন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অকুল পাথারে পড়ল। তিন বেলা খাওয়ার মত অর্থটুকুও নেই।
মুনছেরের বৃদ্ধা মাতা মুনজেরা খাতুন আহাজারি করে বলেন, এই নাবালক এতিমদের নিয়ে আমি কী করব, কোথায় যাব, ভেবে পাচ্ছি না।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, খুব কম বয়সে ছেলেটি মারা গেল। তার পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করব।
ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব অসহায় পরিবারটিকে সাহায্য করব।
মন্তব্য করুন