গুটি গুটি পায়ে পেরিয়েছে দুই বছর। ২০২২ সালের এই দিনে কালবেলার নবযাত্রা শুরু হয়। নবযাত্রার দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামের পাঠক, লেখক, রাজনৈতিক ব্যক্তি, শুভানুধ্যায়ীসহ চট্টগ্রামবাসীর ভালোবাসায় সিক্ত কালবেলা। ফুল হাতে অনেকেই পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পক্ষপাতমুক্ত মতামত, গঠনমূলক সমালোচনা, জীবন-ঘনিষ্ঠ ফিচার পরিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কালবেলার অসংখ্য শুভানুধ্যায়ী।
বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম নগরের অফিসার্স ক্লাবে দ্বিতীয় বর্ষপূর্তির বর্ণাঢ্য আয়োজন হয়।
গ্রামীণ জনপদে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবায় কাজ করায় এসময় কালবেলার পক্ষ থেকে লীলা বিশ্বাসকে (৮০) সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একইভাবে গ্রামীণ জনপদে শিক্ষাখাতে অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক দেওয়া হয় শিক্ষক আদিত্য রঞ্জন বড়ুয়াকে (৬৬)।
এ আয়োজন ঘিরে অফিসার্স ক্লাবে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢল নামে গণমানুষের। পাল্লা দিয়ে ফুল হাতে শুভেচ্ছা জানাতে একে একে যোগ দেন বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারাসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষজন। যোগ দেয় কালবেলা চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা।
কালবেলার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক ও আবৃতিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাতকানিয়া আসনের সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, দৈনিক আমার দেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও সিডিএ বোর্ড মেম্বার সাংবাদিক জাহেদুল করিম কচি, নগর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
এ ছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সাবেক সহসভাপতি শফিকুর রহমান স্বপন ও সাবেক যুগ্ম সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল, নগর বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সহসভাপতি ড. বেলাল নুর আজিজ, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ক্রাইম) উপ-কমিশনার বাবুল চন্দ্র বণিক, বাংলাদেশ মহিলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া, নগর বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ বিশিষ্টজনরা।
জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, দেশের যে অর্থনৈতিক বৈষম্য সেটা ভাঙতে হবে। এটা ভাঙার জন্য কালবেলাকে ভূমিকা রাখতে হবে। কালবেলাকে অনুরোধ করবো অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি ও বর্তমান অর্থনীতিতে যে অবস্থা সৃষ্টি হয়েছে তা তুলে ধরার জন্য। আমরা দলীয়ভাবে কালবেলায় প্রকাশিত নিউজগুলো সংগ্রহের চেষ্টা করি।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শুরু থেকেই কালবেলার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এ পত্রিকার সুযোগ্য সম্পাদক সন্তোষ শর্মা সাহেব সবসময় চেষ্টা করেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে দেশের মিডিয়া ছিল তাদের (আ.লীগ) নিয়ন্ত্রণে। বেশ কয়েক বছর ধরে আমি বিএনপির মিডিয়া সেলে কাজ করছি। সেই কাজ করতে গিয়ে সেই সময়ে আমি সাংবাদিকদের নীরব আর্তনাদ শুনতে পেয়েছি। ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালে সাংবাদিকরা চাইলেই দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে লিখতে পারতো না। কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রামে সুন্দর আয়োজনের জন্য ব্যুরো প্রধান সাইদুল ইসলামসহ চট্টগ্রামের দায়িত্ব শীলদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।
এসময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দেব প্রসাদ দাশ দেবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল কাদের মঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজাদীর সাবেক বার্তা সম্পাদক জহিরুল ইসলাম, ডেইলি স্টার -এর ব্যুরো প্রধান শিমুল নজরুল, খবরের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের মিডিয়া উপদেষ্টা অভিক ওসমান, চট্টগ্রাম অ্যাভিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আসিফ চৌধুরী, আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, বাংলাটিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ, ব্যারিস্টার শাহবাজ মুনতাসির চৌধুরী, বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার আল রহমান, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) প্রতিনিধি ইউনিট চিফ সোহেল সরোয়ার ও টিভি ইউনিট চিফ তৌহিদুল ইসলাম, বণিক বার্তার ডেপুটি ব্যুরো প্রধান সুজিত সাহা, গ্রিন টিভির ব্যুরো প্রধান শাহাদাত হোসেন, বার্তা ২৪ ডট কম -এর ব্যুরো প্রধান তাসনিম হাসান, দেশ টিভির নাজিম উদ্দিন ও হাসান উল্লাহ, নগর বিএনপি নেতা আরইউ চৌধুরী শাহীন, বিশিষ্ট সমাজ সেবক লায়ন সালাউদ্দিন আলী, রিডার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু, সাধারণ সম্পাদক পেয়ারুল ইসলাম, রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমআর মঞ্জু, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী টুটুল আহমেদ, সাংবাদিক ও কবি নাজিম উদ্দিন এ্যানেল, চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা সেলিম মাহমুদ সাগর, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডের অপারেশন ম্যানেজার হাসানুল করিম চৌধুরী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল করিম নুরু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবুল ফয়েজ মামুন, লন্ডন থেকে প্রচারিত টিভি ২৪ বাংলার চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, এফএফ মিজানুর রহমান, দেবব্রত রায়, মিনহাজুল ইসলাম, ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন প্রমুখ।
কেক কাটা শেষে বিএনপির মিডিয়া সেলের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, নগর বিএনপির পক্ষে এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমান, নগর জামায়াতের পক্ষে আমির শাহজাহান চৌধুরী, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ উল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতারা ফুলের শুভেচ্ছা জানায়।
মন্তব্য করুন