বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশকালে নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা ছিল। তবে কৌশলে ভারতে ঢুকে পড়েন তার আরেক সঙ্গী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয় কুমার কুণ্ডু।
গ্রেপ্তার চন্দন কুমার পালকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফারুক মজুমদার। পরে শেরপুর থানায় সোপর্দ করা হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার বলেন, আমাদের কাছে গোপন খবর ছিল, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে অবস্থান নেন। একপর্যায়ে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছেন- তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন।
মন্তব্য করুন