ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

তলিয়ে গেছে চারণ ভূমি, গো-খাদ্যের তীব্র সংকট

পানিবন্দি পরিবার। ছবি : কালবেলা
পানিবন্দি পরিবার। ছবি : কালবেলা

বন্যাকবলিত ময়মনসিংহের ফুলপুরে গো-চারণভূমি তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকটে পড়েছেন খামারিরা। অসময়ের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। বন্যার সময় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় দেশের অন্যতম বৃহত্তম গবাদিপশু সমৃদ্ধ অঞ্চলটি।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, বন্যা আক্রান্ত হয়েছে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৫টি ইউনিয়নের প্রায় ১৮৩ বর্গকিলোমিটার এলাকা। বন্যা আক্রান্ত এলাকার প্রায় ১৫ হাজার গবাদিপশু পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাকবলিত প্রতিটি বাড়িতেই কিছু না কিছু গবাদিপশু রয়েছে। বন্যার পানিতে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে বন্যাকবলিত এলাকাগুলোতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। পশুর মুখে চাহিদামত খাবার দিতে পারছে না খামারিরা।

সরেজমিনে বন্যা আক্রান্ত এলাকা ঘুরে দেখা গেছে বন্যাকবলিত প্রতিটি এলাকায় গবাদিপশু নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন কৃষকরা।

উপজেলার ফুলপুর মধ্যনগর গ্রামের মাজেদা বেগম বলেন, প্রায় ১০ দিন ধরে তার বাড়িতে পানি। নিজেরা আধা পেট খেয়ে কোনোভাবে দিন পার করলেও গবাদিপশুগুলোকে অনাহারেই রাখতে হচ্ছে বেশি সময়। বিস্তীর্ণ চরাঞ্চলের কোথাও শুকনো জায়গা নেই, কোথাও ঘাসের দেখা নেই। শুকনো খড়ের জোগান নেই কলাগাছের কিছু পাতা খেতে দিয়েছি ছাগলকে। খাবার ইচ্ছা না থাকলেও ক্ষুধার্ত পশুরা এসব খেয়েই কোনোরকমে বেঁচে আছে।

বালিয়া ইউনিয়নের আন্ধারচর গ্রামের কৃষক হৃদি মোতালেব বলেন, গবাদিপশু পালন করেই তার সংসার চলে। বন্যার কারণে বাড়িতে পানি ওঠায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে গো খাদ্যের সংকটে ১০টি ছাগল ভেড়া বিক্রি করে দিয়েছি অর্ধেক দামে। নিজে এক প্যাকেট ত্রাণ পেলেও গবাদিপশুর জন্য কিছু জোটেনি। বাড়িতে খড়ের স্তূপ থাকলেও বন্যা আক্রান্ত হওয়ায় খড়ের স্তুপ থেকে পর্যাপ্ত খড় নিয়ে আসা হয়নি। খাদ্যের অভাবে সংসারের আয়ের উৎস গবাদিপশুগুলোকেও অনেক কষ্ট করতে হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক কালবেলাকে বলেন, বন্যা আক্রান্ত এলাকগুলোতে গো-চারণ ভূমি তলিয়ে যাওয়ায় গবাদিপশুর খাদ্য সংকট হয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ২০০ হেক্টর জমির কাঁচা ঘাস পানিতে তলিয়ে গেছে। খামার পর্যায়ে গবাদিপশুগুলো শুকনো খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় গবাদিপশু পালনে খরচ বেড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাব : ধর্ম উপদেষ্টা

নির্বাচনী সংস্কার সবার আগে দরকার : এ্যানি 

গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব

এক ইলিশের দাম ৬ হাজার টাকা

ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট ২০২৪ লরিয়েট সম্মাননা পেলেন বাংলাদেশি তরুণ

ছায়ানটের লোকসংগীত আসরে দেশসেরা ৫ গীতিকবির গান

চাঁদাবাজদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন : হাসনাত আবদুল্লাহ

বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী : রিজভী 

ক্যারিবীয়দের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা

সর্বস্তরের নারী প্রতিনিধিত্ব রাষ্ট্রের সব পর্যায়ে দেখা যাচ্ছে না

১০

লালপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

১১

স্বামীকে মৃত দেখিয়ে ভুয়া মামলা, স্ত্রীসহ ৩ জন পুলিশ হেফাজতে

১২

মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ : ধর্ম উপদেষ্টা

১৩

হঠাৎ কেন ইউরেনিয়ামের মজুত বাড়াল ইরান

১৪

দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : যুবদল সভাপতি

১৫

গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের নির্বাহী কমিটি গঠন

১৬

মেহেরপুর ইসলামি আন্দোলনের উর্বর ভূমি : গোলাম পরওয়ার

১৭

রেলপথ যেভাবে পাল্টে দিয়েছে সময়ের ধারণা

১৮

‘সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলবে না’

১৯

‘মুডিসের প্রতিবেদনে জুলাইয়ের অভ্যুত্থানের পর অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নেই’

২০
X