নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী মণ্ডলকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের (আব্দুল লতিফ ও রুস্তম মণ্ডল) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া একই অপরাধে উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন