সিলেটে পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় র্যাব-৯ এর একটি টিম সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌফিক বক্স লিপনকে নগরের মিরাবাজার এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার একাধিক মামলা রয়েছে। লিপন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার তসলিম বক্সের ছেলে।
গ্রেপ্তার লিপনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ (মিডিয়া) মশিহুর রহমান সোহেল।
এদিকে র্যাব-৯ এর অপর এক অভিযানে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে আটক করা হয়। মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
হোসেন মুরাদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর ছেলে।
র্যাব-৯ জানায়, হোসেন মুরাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সহিংসতা সৃষ্টি করেছেন। গ্রেপ্তারের পর আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন