চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ ইসমাঈল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) রাতে সৌদি আরব যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আবু জাফর তুহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে সাবেক মেয়র ইসমাইল হোসেন গ্রেপ্তার হয়েছেন। গত ৪ আগস্ট ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট নাজিরহাট ঝংকার মোড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হেলাল উদ্দিন ৮৩ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা করেন। ওই মামলায় সাবেক মেয়র ইসমাইল হোসেনকে ৩ নম্বর আসামি করা হয়। এ ছাড়া চট্টগ্রামের একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
মন্তব্য করুন