বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক শুভ সরকার নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। তরুণীর অভিযোগ, বিয়ের কথা বলে বাড়িতে ডেকে এনে শুভ সরকার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
শুভ সরকার উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের আবু সাইদের ছেলে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় সরেজমিন দেখা গেছে, তরুণী প্রেমিক শুভর ঘরের বারান্দায় অনশনে বসেছেন। এর আগে সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় তরুণী তার প্রেমিক শুভর বাড়িতে এসেছে। কিন্তু তিনি বাড়ি আসার পর শুভ পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, শুভ সরকার ও ওই তরুণী ঢাকায় পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করে। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় বিয়ের প্রতিশ্রুতিতে ১৫ দিন আগে ঢাকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে দুজন। বাবার বাড়িতে ফিরে শুভকে বিয়ের কথা বলে তরুণী। বিয়েতে রাজি হয়ে সোমবার বিকেলে তাকে বাড়িতে এনে শুভ সরকার কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় তরুণীর বাবা আব্দুস সামাদ বাদী হয়ে শুভ সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে তরুণী বলেন, দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। শুভকে বিয়ের কথা বলায় আমাকে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে গেছে শুভ। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অনশনে বসেছি। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।
ধুনট থানার ওসি সাইদুল আলম কালবেলাকে বলেন, প্রেমিকা পপি খাতুনের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন