খুলনার কয়রায় আলোচিত শিক্ষক রেজাউল হত্যার মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে মামলার বাদী নিহত স্কুলশিক্ষক রেজাউলের মেয়ে ফারজানা আক্তার কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
জিডির বিবরণে জানা গেছে, ফারজানা আক্তারের বাবাকে গত ৫ আগস্ট বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে এলাকার দুর্বৃত্তরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এ ব্যাপারে শিক্ষক রেজাউল করিমের মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে গত ১৬ আগস্ট সাতজনকে আসামি করে কয়রা থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
এ অবস্থায় মামলার আসামি মেহেদী হাসান লিটন, সোহরাব মোল্যা, রুহুল আমিন, সেলিম, ইমদাদুল হক মোল্যাসহ আরও অনেকে গত ৮ অক্টোবর সন্ধ্যায় মামলার বাদী ফারজানা আক্তারের বসতঘরের সামনে এসে মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকি দেয়।
কয়রা থানার ওসি মো. শাহ আলম কালবেলাকে বলেন, শিক্ষক রেজাউল হত্যা মামলার বিষয়ে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি করেন নিহত স্কুলশিক্ষকের মেয়ে ফারজানা আক্তার। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন