পারিবারিক কলহের জেরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় গুলতাজ বেগম নামে এক বৃদ্ধাকে রড দিয়ে পিটিয়ে মারল মো. আব্দুল্লাহ নামে এক যুবক।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীর তমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোলতাজ বেগম (৬৫) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া-তমতলা এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।
ঘাতক মো. আব্দুল্লাহ (২৮) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমাতলী বার আউলিয়ারপাড়া এলাকার মৃত জাকরিয়ার ছেলে। আব্দুল্লাহ নিহত গোলতাজ বেগমের নাতনি জামাই।
স্থানীয় ইউপি সদস্য জিশান শাহরিয়ার বলেন, বিকেল সাড়ে ৪টার সময় গোলতাজ বেগমের সঙ্গে ঘাতক আব্দুল্লাহর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লোহার রড় দিয়ে নানি শাশুড়ি গোলতাজের মাথায় উপর্যুপুরি আঘাত করে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় আমরা ঘাতক আব্দুল্লাহকে ধরে ইউনিয়ন পরিষদের এনে চেয়ারম্যানের উপস্থিতিতে চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করি।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নানি শাশুড়িকে মাথায় আঘাত করে খুন করার দায়ে স্থানীয় ইউপি সদস্য জিশান শাহরিয়ার এলাকাবাসীর সহযোগিতায় ধরে ঘাতক আব্দুল্লাহকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত পরিবারকে মামলা করার জন্য বলেছি।
মন্তব্য করুন