রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ইটাকুমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চেয়ারম্যান আবুল বাশার নিজ বাড়ি থেকে পীরগাছা বাজারে যাচ্ছিলেন। এ সময় পীরগাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে পীরগাছা থানায় একটি ও ঢাকায় একটি হত্যা মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান আবুল বাশারকে বিকেল ৩টার দিকে ইটাকুমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে পীরগাছা থানা ও ঢাকায় দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন