নারায়ণগঞ্জে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় একটি আড়তে অভিযান চালানো হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে ফতুল্লার দেলপাড়া বাজারের শাকিল-শাকিব ডিম হাউসে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, বিশেষ টাস্কফোর্সের অভিযানের অংশ হিসেবে আমরা বাজার মনিটরিং করেছি। এ সময় অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধে একটি আড়তে জরিমানা করেছি। সেই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূঁইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলামসহ পুলিশ সদস্যের একটি টিম।
মন্তব্য করুন