কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

আকাশছোঁয়া সবজির দামে নাভিশ্বাস সাধারণ মানুষ

কাঁচাবাজার। ছবি : কালবেলা
কাঁচাবাজার। ছবি : কালবেলা

অনেকদিন ধরেই মাছ মাংস দিয়ে ভাত খাই না। সামান্য যে আয় হয় তা দিয়েই শাকসবজি দিয়ে কোনোমতে সংসার চালাই। বর্তমানে শাকসবজির যে দাম তাও মনে হয় আর কপালে জুটবে না। বাজারে গেলে হাত পা কেঁপে ওঠে। কোনো সবজির দাম ১০০ টাকার নিচে নয়। এমন চলতে থাকলে বেঁচে থাকাই দায়। কথাগুলো বলছিলেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকার দিন মজুর আ. সালাম।

সোমবার (১৪ অক্টোবর) সরেজমিনে পটুয়াখালী কলাপাড়ার পাখিমারা সবজি বাজার ঘুরে দেখা গেছে, লাউ প্রতি পিচ বিক্রি হচ্ছে ১শ টাকা, টমেটো ৩শ টাকা, করলা ১শ টাকা, বরবটি ১২০ টাকা, লাউ শাকের ডগা ৪০ টাকা, বাঁধা কপি ৮০ টাকা, কাঁকরোল ১শ টাকা, গাজর ২শ টাকা, বেগুন ১৩০ টাকা, ধনেপাতা ৪০০ টাকা, কাঁচামরিচ ৪৫০ টাকা। এছাড়াও অন্যান্য সবজি প্রায় ১শ ছুঁই ছুঁই দরে বিক্রি হচ্ছে। তবে ৩০ টাকা কেজিতে মিলছে পেঁপে। এ ছাড়া ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে স্থানীয় সবজি ঢেঁড়স।

এ বিষয়ে কথা হয় সবজি বিক্রেতা মো. ওমর ফারুকের সঙ্গে। তিনি কালবেলাকে বলেন, এর আগেও অনেক সময় প্রকারভেদে বিভিন্ন সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি সময়ে কাঁচাসবজির ঊর্ধ্বমুখী বাজার মোটেই পড়তির দিকে নেই। সব শাকসবজির মূল্যই বৃদ্ধি পেয়েছে একযোগে। ফলে অধিকাংশ ক্রেতারা দাম শুনেই মনঃক্ষুণ্ন হচ্ছেন। কেউ কেউ রাগান্বিত হয়ে চলেও যান।

আরেক এক ব্যবসায়ী মো. জসিম গাজী বলেন, ৮০ টাকারও বেশি খরচসহ লাল শাক কিনতে হয়েছে। আর বিক্রি করছেন ১শ টাকায়, ২৭০ টাকা দরে টমেটো কিনে বিক্রি করছি ৩শ টাকায়, এছাড়াও বরবটি ১১০ ও গাজর ১৮০ টাকা, বেগুন ১২০ টাকা পাইকারি কেনা। লাগামহীন বাজারে তেমন বিক্রিও হচ্ছে না বলে অভিযোগ তার।

আজ সকালে কথা হয় সবজি কিনতে আসা ফারক খানের সঙ্গে। তিনি কালবেলাকে বলেন, প্রায় আধাঘণ্টা সময় ধরে ঘুরেও সবজি কিনতে পারছি না। মিষ্টি কুমড়াও ৭০ টাকা কেজি তাই ৪০ টাকায় পুঁইশাক কিনে ফিরতে হচ্ছে ঘরে। তার অভিযোগ, এর আগে কখনো একযোগে সব সবজির দাম বাড়েনি।

এবিষয়ে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম কালবেলাকে জানান, সাড়া দেশেই সবজির মূল্যবৃদ্ধি। তবে বাজার নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। কেউ যাতে অতিরিক্ত মূল্য নিতে না পারে সে বিষয়ে আমাদের নজর থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলায় ১৬ সেনার মৃত্যু

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা

‘দিন বদলের সুযোগে অপকর্ম নয়, সমাজকে পরিবর্তন করতে হবে’

বিভিন্ন মন্দিরে হামলার প্রতিবাদ ঐক্য পরিষদের

হারিয়ে যাওয়া ৫৩ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

প্রিমিয়ার লিগে আবারও হারের তিক্ত স্বাদ ম্যানসিটির

হাসান আরিফের মৃত্যুতে দেশ একজন হিতৈষী ব্যক্তিকে হারাল : ঐক্য পরিষদ

অ্যাডভান্স ফেরত না দিয়েই জ্যোতিকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা

কমলাপুরে যাত্রী ভোগান্তীর নাটের গুরু স্টেশন মাস্টার

১০

‘ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি’

১১

নারী ক্রিকেটে বাড়ছে সুযোগ-সুবিধা

১২

ডিসি কর্তৃক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণে সাতক্ষীরা প্রেস ক্লাবের প্রতিবাদ

১৩

নরসিংদীতে ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

১৪

পদ্মা থেকে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

ফাইনালে রংপুর, অপেক্ষায় ঢাকা মেট্রো ও খুলনা

১৬

মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল

১৭

চাঁদা না দেওয়ায় কারখানা মালিককে শ্বাসরোধে হত্যা

১৮

মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

১৯

অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার

২০
X