ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ধীতপুর গ্রামের ৪নং ওয়ার্ডের আক্কেল আলীর ছেলে ইনসাফ আলী (৪) ও একই এলাকার আশরাফ আলীর ছেলে আদিল (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক এসময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুরা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশপাশ ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেলে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।
শাহবাজপুর ১০নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সরাইল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দুপুরে ইনসাফ আলী ও আদিল বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক ফাঁকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় তারা। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন