চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আমরা বৈষম্যহীন সমাজ চাই : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত রুকন সম্মেলনে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত রুকন সম্মেলনে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন সমাজ চায়। আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম। আজ গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। আগামী দিনে আমরা যেন এই চট্টগ্রাম থেকে ইসলামী বিপ্লবের সূচনা করতে পারি- প্রত্যেক সদস্যদের ভূমিকা পালন করতে হবে।

রোববার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটায় নগরীর কাজিরদেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কাউকে সন্তুষ্ট করতে কোনো কিছু করা যাবে না। যা কিছু করতে হবে সব হবে আল্লাহর জন্যে। মুমিনের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেক সদস্যকে বিচক্ষণতার অধিকারী হতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। দ্বীনের সৌন্দর্য হচ্ছে সবার সঙ্গে সাম্য রক্ষা করা। তবে সাংগঠনিক শৃঙ্খলার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ মুহাম্মদ শাহজাহান চৌধরী বলেন, ফ্যাসিবাদ ও জুলুমের ধারা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আর কোনো ফ্যাসিবাদকে এই জমিনে মাথা ছাড়া দিতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমানসহ শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করছে।

তিনি বলেন, আজকের সমগ্র বাংলাদেশের ১৮ কোটি মানুষ আমাদের দিকে চেয়ে রয়েছে। গত ১৮ বছরে দুর্নীতি, লুটপাট করে, ভূমি দখল থেকে শুরু করে নৈরাজ্যের মাধ্যমে বাংলাদেশকে যে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে সে অবস্থান থেকে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে শুধু দুই পরিবার থেকে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে পারলে ৩ বছরের বাজেট হয়ে যাবে। আগামী দিনের বাংলাদেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রুকন ভাইদের ভূমিকা পালন করতে হবে। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব না হলে বাংলাদেশের কোনো কল্যাণ হবে না। ইসলামের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েবসাইট চালু করল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’

ইরান-ইসরায়েল উত্তেজনা / ব্যাটলফিল্ড হবে না ইরাক : পররাষ্ট্রমন্ত্রী

মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মারা গেলেন দুই বোন

দীপ্ত টিভির কর্মী খুন : যা বললেন বিএনপি নেতা রবি

মন্দিরের মুকুট চুরি, ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ

নিঝুম দ্বীপে গণঅধিকার পরিষদের আলোচনা সভা

অজ্ঞাত স্থান থেকে গান শোনালেন মমতাজ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচার হবে : নাহিদ ইসলাম

নাফ নদী দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা

১০

আন্দোলনে হামলাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছে না, প্রশ্ন রিজভীর

১১

হেফাজতে ইসলামের ভোলা জেলা কমিটি গঠন

১২

বিয়ের গেটে টাকা কম দেওয়ায় দুপক্ষে সংঘর্ষ, আহত ২৫

১৩

ভারতে পূজামণ্ডপে গুলি, আহত ৪

১৪

মায়ামিতে যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে মেসিপত্নীর

১৫

‘রিদম প্লাগড’ এ বাপ্পা, টিলু-এলিটা 

১৬

সনাতনীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় প্রিন্সের

১৭

নাইটক্লাব বিতর্কে এমবাপ্পেকে সমর্থন ফরাসি ফুটবলারদের

১৮

পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা

২০
X