নোয়াখালীর বেগমগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
রোববার (১৩ অক্টোবর) সকালে চৌমুহনীর গোলাবাড়িয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার।
জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর প্রথম দিনে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মাছ বাজার পরিদর্শন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করতে আনা প্রায় ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং পরে তা দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
মাসুমা আক্তার বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনা-বেচা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দকৃত ৪৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
মন্তব্য করুন