চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হস্তান্তরের আগেই ভেঙে যাচ্ছে আবাসন প্রকল্পের ঘর

নদীভাঙনে বিলীন হচ্ছে আবাসন প্রকল্পের ঘর। ছবি : কালবেলা
নদীভাঙনে বিলীন হচ্ছে আবাসন প্রকল্পের ঘর। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে আবাসন প্রকল্পের ঘর ভাঙন ঝুঁকিতে রয়েছে। এরইমধ্যে ব্রহ্মপুত্রের গর্ভে ৫টি ঘর ভেঙে গেছে। তবে কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত আবাসন প্রকল্পটি হস্তান্তর করা হয়নি। তবে স্থানীয়ভাবে ৬০ থেকে ৭০টি পরিবার সেখানে বসবাস করছেন।

এদিকে ভাঙন হুমকিতে থাকায় অনেক দিন হতে স্থানীয় প্রশাসনকে অবগত করেও কোনো সুরাহা মেলেনি বলছেন জনপ্রতিনিধিরা। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় তিন বছর আগে উপজেলার অষ্টমীরচরের ৯ নম্বর ওয়ার্ডের খোদ্দবাশপাতার এলাকার ১০০ পরিবারের জন্য আবাসন প্রকল্প নির্মাণ করা হয়েছিল। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবাসন প্রকল্পটি নির্মাণ করা হয়। আবাসন প্রকল্পটি হস্তান্তর না হলেও বর্তমানে ৬০ থেকে ৭০ পরিবার রয়েছেন বলে জানা গেছে। ব্রহ্মপুত্রের ভাঙন হুমকিতে আবাসনের এক দিকের একটি ব্যারাকের ৫টি কক্ষ ভেঙে গেছে নদীতে। ভাঙন রোধে ব্যবস্থা এখনই না নিলে পুরো আবাসনটি বিলীন হতে পারে বলে শঙ্কা রয়েছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম রেজা জানান, গত রাতে দুটি রুম নদীতে ভেঙে গেছে। আমার উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত মালামালগুলো সরিয়ে নিরাপদ স্থানে রেখেছি। বিষয়টি নিয়ে এর আগে ইউএনওসহ পিআইও স্যারের ওখানে লিখিতভাবে জানানো হয়েছিল।

অষ্টমীরচর ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানের ছেলে নজরুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। যে কোনো সময় আবাসনটি নদীতে ভেঙে যেতে পারে। আমি খোঁজ নিয়েছি আবাসনে ভাঙন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আবাসনের ঘরগুলো হস্তান্তর করা হয়নি। এমনিতে স্থানীয় ৬০-৭০ পরিবার সেখানে রয়েছে। এর আগে একটা কমিটি করে সুবিধাভোগীর তালিকা করা হয়েছিল কিন্তু অভ্যন্তরীণ ঝামেলার কারণে সেটা বাস্তবায়ন হয়নি।

চিলমারীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নঈম উদ্দীন কালবেলাকে জানান, ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। সেখানের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে এবং সরিয়ে রেখেছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আপাতত তাদের জিও ব্যাগ বরাদ্দ নেই। তারপরেও কথা বলে রেখেছি যদি জিও ব্যাগ বরাদ্দ পাওয়া যায় ভাঙন রোধ করার জন্য। আমাদের দিক থেকে চেষ্টা করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্র সৈকতে লাখো চোখের পানিতে প্রতিমা বিসর্জন

শিল্পাঞ্চল আশুলিয়ায় বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার ১৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি প্লেন

ছাত্র-জনতার বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া আর কিছুই বদলায়নি দাবি গয়েশ্বরের

আন্দোলনে আহতদের অর্থ সহায়তা পৌঁছে দিলেন দুই উপদেষ্টা

সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে : প্রধান বিচারপতি

মা‌র্কিন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক, কী আলোচনা হলো?

গণহত্যাকারীদের বিশেষ আদালতে বিচার করতে হবে : এবি পার্টির মঞ্জু

সাগর-রুনি হত্যাকাণ্ডে প্রভাবশালী লোক জড়িত : শিশির মনির

১০

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব

১১

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

১২

সালমানের পাশে থাকার কারণেই খুন বাবা সিদ্দিকি?

১৩

রাতেই যেসব অঞ্চলে তীব্র ঝড়ের শঙ্কা

১৪

ফ্যাসিস্ট সরকার তাড়িয়েছি এবার ডেঙ্গুকেও তাড়াব : ডাক্তার রফিক

১৫

২৪ ঘণ্টার মধ্যেই বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু

১৬

সুপারভাইজার পদে নিয়োগ দিচ্ছে এসিআই

১৭

১৪ অক্টোবর বিশ্ব মান দিবস

১৮

নিমিষেই বিষাদে ছেয়ে গেল শহীদ সায়মনের স্ত্রী শামিমার সুখ

১৯

যুক্তরাষ্ট্রের সড়কে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

২০
X