মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

প্রধান আসামিকে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

নশকতার মামলার প্রধান আসামিকে সঙ্গে নিয়ে মণ্ডপ পরিদর্শনে ইউএনও। ছবি : সংগৃহীত
নশকতার মামলার প্রধান আসামিকে সঙ্গে নিয়ে মণ্ডপ পরিদর্শনে ইউএনও। ছবি : সংগৃহীত

নাশকতার মামলার প্রধান আসামিকে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার এমন ছবি ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে জনমনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন থানায় একটি নাশকতার মামলা করেন। এই মামলার মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মিরনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামলায় আরও ৫২ জনকে নামীয় এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত একজন ও অজ্ঞাতনামা আরও ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জামালপুর কারাগারে রয়েছেন।

ইউএনও মাদারগঞ্জ জামালপুর ফেসবুক আইডি থেকে দেখা যায়, সিধুলী ইউনিয়নের মাল্লাবাড়ী, পাল চৌধুরী, মোদক বাড়ি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের ছবি পোস্ট করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে পোস্ট করা ছবিতে দেখা যায় নাশকতার মামলার প্রধান আসামি মাহবুব আলম মিরনকে।

স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, এই মামলার এজাহারে নাম নেই এমন ১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। অথচ প্রধান আসামিকে সঙ্গে নিয়ে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন।

মামলার বাদী বিএনপি নেতা মিজানুর রহমান রতনের দাবি ইউএনও মামলা সম্পর্কে আগে থেকেই জানেন। চেয়ারম্যানকে তিনি ভালোভাবেই চেনেন। এরপরও তিনি তার গাড়িতে তুলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে আসামি মাহবুব আলম মিরন জানান, তার বিরুদ্ধে মামলার বিষয়টি জানেন। তবে তার চলাফেরায় কোনো সমস্যা হচ্ছে না।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, তিনি থানায় নতুন যোগদান করেছেন। সবাইকে ভালোভাবে চেনেন না। তবে পূজা শেষে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মিরন যে মামলার আসামি তা তিনি জানতেন না।

জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম সাংবাদিকদের বলেছেন, বিষয়টি জেনেছেন তিনি। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসককে খোঁজখবর নিতে বলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪ 

‘মব’ করে পুকুরের মাছ লুট, মামলার পর বাদীর বাড়িতে হামলা

বিশ্বমঞ্চে পৌঁছেছে গল্প, ফাতিমা রয়ে গেছেন গাজায় মাটির নিচে

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান

জাতীয় জাদুঘরে শুরু তিন দিনের দুর্লভ মুদ্রা প্রদর্শনী

চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি, মারধরে আহত ১

আ.লীগ নেতা শাহে আলম মুরাদসহ দুজন রিমান্ডে

আফিল লেয়ার ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড

শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

১০

জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক

১১

পার্লামেন্ট না থাকলেও বর্তমানে জবাবদিহিতার কাজ করছে গণমাধ্যম : পিপি ফারুকী

১২

কুষ্টিয়ায় মাদকসহ ৩ ভারতীয় নাগরিক আটক

১৩

শখ পূরণে বিক্রি করে দেওয়া সেই শিশু উদ্ধার

১৪

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন বৃদ্ধ, জানা গেল পেছনের কারণ

১৫

রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

১৬

গাজীপুরে বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

১৭

আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব

১৮

তিন দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম

১৯

ঢাকায় বৈঠকের পর পাকিস্তানের প্রতিক্রিয়া

২০
X