রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ধায্যাছড়ির বাসিন্দা মৃত রাম কেশর চাকমার পুত্র এক্ক্যেইয়া চাকমার (৮০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বড় ছেলে শিশির কান্তি চাকমার বাড়ি থেকে ছোট ছেলে বাদিক্ক্যা চাকমার বাড়িতে যাওয়ার পথে মূলক্ষীছড়ি এলাকার ছড়ার ঢলের পানিতে পড়ে এক্ক্যেইয়া চাকমা নিখোঁজ হয়। আত্মীয় স্বজনদের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে দ্বিছান পাড়া এলাকায় শনিবার বিকালে তার মরদেহ খুঁজে পাওয়া যায়।
আরও পড়ুন: পাহাড়ি ঢল নামায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা
এক্ক্যেইয়া চাকমাকে খুঁজতে নানিয়ারচর থানা পুলিশের একটি টিম ও রাঙামাটি ফায়ার সার্ভিসের টিম সকাল থেকেই ঘটনাস্থলে কাজ করে। পরে বিকালে মরদেহের সন্ধান মেলে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, আমরা খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের একটি টিমসহ এক্ক্যেইয়া চাকমাকে খুঁজতে কাজ শুরু করি। পরে বিকালে তার লাশ পাওয়া গেলে পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি ডায়রি করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করি।
মন্তব্য করুন