ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর আমরা সবাই এখন স্বাধীন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের মনোহরিয়া মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ইরফান ইবনে আমান অমি বলেন, স্বৈরাচারের শাসনামলে আমরা বিএনপি নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন জুলুমের শিকার হয়েছি। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর এখন আমরা সবাই স্বাধীন। আপনারা আনন্দের সঙ্গে নিশ্চিন্তে আপনাদের পূজা উদযাপন করুন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের মতো ঢাকা-২ আসনেও বিএনপির নেতাকর্মীরা পালাক্রমে আপনাদের নিরাপত্তা দিতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পাহারায় নিয়োজিত আছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রত্যেক মন্দির কমিটির কাছে অনুদান প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি হাজি শামীম আহসান, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, ঢাকা জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রুবেল, শাক্তা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক নওশাদ আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন