পাবনার চাটমোহরে গোপাল চন্দ্র হালদার নামে এক জেলেকে গলাকেটে হত্যাচেষ্টা করেছে নাপিত। শনিবার (১২ অক্টোবর) বিকেলে চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ মোড় এলাকায় অবস্থিত একটি সেলুনে এ ঘটনা ঘটে।
আহত গোপাল চন্দ্র হালদার (৬০) শাহী মসজিদ মোড় এলাকার মৃত মনি হালদারের ছেলে। নাপিত (সেলুন মালিক) জীবন দাস (৩২) উপজেলার বোঁথড় গ্রামের খগেন দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গোপাল চন্দ্র হালদার সেলুনে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে দোকানের গ্লাস আটকানো ছিল। ৩/৪ মিনিট পরে সেলুনের ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে গ্লাস আটকানো থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি কেউ।
পরে কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত জীবন দোকানের গ্লাস খুলে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় গোপাল চন্দ্রকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আসিফ উদ্দিন খান বলেন, আহত ব্যক্তির গলার বেশ খানিকটা অংশ গভীরভাবে কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে রক্তমাখা একটি চাকু জব্দ করেছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের লোকজন অভিযোগ দিলে মামলা হবে।
মন্তব্য করুন