খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেছেন, শারদীয় দুর্গোৎসব শেষ হলে প্রতিটি জেলায় ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধ দমন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হবে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে মেহেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
রেজাউল হক বলেন, এখন পর্যন্ত খুলনা বিভাগের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই এটা সম্ভব হয়েছে। পুলিশের পক্ষ থেকেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম প্রমুখ।
ডিআইজি মো. রেজাউল হক মেহেরপুরে নায়েববাড়ি ও বড় বাজার সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গণে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন