রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে নারী ও পুরুষ দুই ইউপি সদস্যকে অনৈতিক কাজের অভিযোগে পিটিয়েছেন এলাকাবাসী। আহত ইউপি সদস্যদের রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বসন্তপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল সরকার এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হেলেনা বেগম বাজেতপুর এলাকায় এক ঘরে অবস্থান করায় এলাকাবাসী তাদেরকে আটক করে। পরে তাদের বেঁধে নির্যাতন করেন স্থানীয়রা। এ সময় তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতে এলাকাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার কালবেলাকে জানান, মধ্যরাতের দিকে আমি ঘটনাটা শুনেছি। অনৈতিক সম্পর্কের জেরে গ্রামবাসী হাতে-নাতে একটি ঘরে আটক করে দুই মেম্বারকে। বিষয়টি আমি শোনার সঙ্গে সঙ্গে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ও রাজবাড়ী সদর থানা পুলিশকে জানিয়েছি। মৌখিকভাবে গ্রামবাসী আমার কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছে। তবে এ বিষয়ে ওই দুই মেম্বারকে আমি কল দিয়েছি তারা রিসিভ করে নাই।
ব্যক্তিগত ফোন নাম্বার বন্ধ থাকায় বসন্তপুরের দুই মেম্বার হেলেনা বেগম ও উজ্জল সরকারের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন কালবেলাকে জানান, অভিযোগ এখনো কেউ করে নাই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসে নাই। আমি বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নিতে বলেছি। আপনারাও ওই ব্যক্তিদের নজরদারিতে রাখেন।
মন্তব্য করুন