ময়মনসিংহ টু ভৈরব রেলপথে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে গৌরীপুর রেলওয়ে জংশনে ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে একই দাবিতে স্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতির সময় ময়মনসিংহ টু ভৈরব রেলপথে চলাচলকারী মেইল ট্রেন ঈশা খাঁ এক্সপ্রেস ও দুটি লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির পর দেশ স্বাভাবিক হলেও লোকাল ট্রেনগুলো চালু করা হয়নি। এতে এলাকাবাসী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বিকল্প পরিবহনে যাতায়াত করতে গিয়ে কয়েকগুণ বেশি অর্থ খরচ হয়। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত ট্রেনগুলো চালু করা হোক। না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
ট্রেন চালুর বিষয়ে জানতে চাইলে গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম কালবেলাকে বলেন, লোকবল সংকটের কারণে করোনাকালে ভৈরব রেলপথে লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ–ভৈরব রেলপথে লোকাল ট্রেন চালুর জন্য এলাকাবাসীর দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
মন্তব্য করুন