মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দফায় ৬ হাজার ১৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে ভারতে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ৩ হাজার ৪৫০ কেজি মাছ রপ্তানি করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৭২৫ কেজি ইলিশ রপ্তানি করা হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ২০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মাহফুজ হোসেন জানান, সরকার অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাটিয়া ইন্টারন্যাশনাল দুই দফায় ৬ হাজার ১৭৫ কেজি মাছ রপ্তানি করেছে।
মন্তব্য করুন