ঢাকার কেরানীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকায় অবস্থিত ইকো রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।
অটোরিকশাচালকের নাম মো. রকি। তিনি উপজেলার শাক্তা ইউনিয়নের নারায়ণপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেলনা এলাকায় জনবসতি কম। একসময়ে এখানে ছিনতাই হতো। সম্ভবত অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিল কিন্তু বাধা দেওয়ার কারণেই চালককে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
ওসি (তদন্ত) মো. ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন