লালমনিহাটের হাতীবান্ধায় মাদকসেবন করতে এসে বান্ধবীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়াদের বুধবার (৯ অক্টোবর) বিকেলে লালমনিরহাট আদালতে পাঠিয়েছেন পুলিশ। এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের বিহারি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রংপুরের সর্দ্দার পাড়া কেল্লাবন এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন লিটন (৪৩) ও রংপুর রাধাবল্লভ সেনপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মাইদুল ইসলাম (৩৬)।
জানাগেছে, মঙ্গলবার রাতে রংপুর থেকে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী সীমান্তে প্রাইভেট কার নিয়ে দুইজন বন্ধবীসহ মাদকসেবন করেন লিটন ও মাইদুল। এ সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। একপর্যায়ে মুচলেকা নিয়ে ওই দুই তরুণীকে তার পরিবারেরে কাছে হস্তান্তর করা হয়। আর বাকি দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, যেহেতু দুই তরুণী মাদকসেবন করেনি তাই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অপর দুজনকে মামলা দিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন