শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে ৩ দিন আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও তামাবিল ইমিগ্রেশন, চেকপোস্ট, পার্সপোর্ট -ভিসাধারীরা আসা যাওয়ার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বুধবার (৯ অক্টোবর) রাতে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক জানান, দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) জরুরি কার্যক্রম কিছুটা চলমান থাকবে তবে শুক্রবার (১১ অক্টোবর) থেকে রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত ৩ দিন তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
সোমবার (১৪ অক্টোবর) থেকে ফের তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
মন্তব্য করুন