সিরাজগঞ্জে কাজিপুরে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে বিএনপির সাত নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। বুধবার (৯ অক্টোবর) কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের নবীর হোসেন মন্ডলের ছেলে রানা আহমেদ নামে এক ব্যবসায়ী বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার (৫০), বিএনপি নেতা আবু বাসির (৩৭), সোনামুখী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরকার (২৫), মনি সরকার (২৮), সোহেল রানা (৩২), মো. মাহিম (৩০) ও সোনামুখী গ্রামের মৃত সোলেমানের ছেলে হান্নান সরকার (৩০)।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমি এ তথ্য নিশ্চিত করে বলেন, রানা আহমেদ নামে এক ব্যবসায়ী বাদী হয়ে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন। ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ৬ আগষ্ট উল্লিখিত আসামিরা ককটেল, রামদা চাইনিজ কুরাল, লোহার রড, শাবল, ফালাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সোনামুখী বাজারস্থ বাদীর ব্যবসা প্রতিষ্ঠান মেহেনত ট্রেডিংয়ে হামলা চালায়। এ সময় তারা দোকানের দোকানের ফ্রিজ, এসি, ইলেকট্রনিকস পণ্য লুট করে নিয়ে যায়। পরে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে ইলেকট্রনিক মেশিন দিয়ে সিলগালা করে চলে যায়। এতে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে তিনি প্রাণভয়ে আত্মগোপনের রয়েছেন।
বাদী রানা আহমেদ বলেন, বিএনপি নেতা দোলা সরকার আমার মোবাইল ফোনে চাঁদা দাবি করেন এবং তা না পেলে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান দেন। তাই সঠিক বিচারের জন্য আদালতে মামলা করেছি।
এ বিষয়ে জানতে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে কল দেওয়া হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন