রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটার ৭০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকড

পর্যটন নগরী কুয়াকাটা। ছবি : কালবেলা
পর্যটন নগরী কুয়াকাটা। ছবি : কালবেলা

টানা ছুটিকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেলগুলো শতভাগ এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির আবাসিক হোটেল মোটেল ৭০ শতাংশ পর্যন্ত অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। এমন তথ্য বিভিন্ন আবাসিক হোটেল ও মোটেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। তারা জানিয়েছে শারদীয় দুর্গাপুজা আর সাপ্তাহিক বন্ধকে সামনে রেখে আগামী ১০-১৩ অক্টোবর পর্যন্ত চারদিন সরকারি ছুটির ফাঁদে পড়ায় এমন অগ্রিম বুকিং সম্পন্ন করেছে দেশের বিভিন্ন জায়গার পর্যটকরা।

এ বিষয়ে কথা বললে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ কালবেলাকে বলেন, দীর্ঘদিন পরে কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেল ও মোটেলে অগ্রিম বুকিংয়ে সাড়া পড়ল। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার মানসে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চারদিকে খেয়াল রাখব একজন পর্যটকও যেন হয়রানির শিকার না হয়। এমন কোনো ঘটনা ঘটলে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে সময় নিব না।

এদিকে টানা ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা ও কুয়াকাটার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার ফলে পর্যটকরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে দিন দিন পর্যটকদের চোখ এখন সাগরকন্যা কুয়াকাটায়।

এ বিষয়ে বেস্ট সাউদার্ন আবাসিক হোটেলের অপারেশন ম্যানেজার মো. আবুল কালাম কালবেলাকে বলেন, বেশ কয়েক মাস ধরে আমরা পর্যটক খরায় ছিলাম। লম্বা ছুটিতে আমাদের আবাসিক হোটেল দুদিন সম্পূর্ণ বুকড হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলেই পর্যটকরা সৈকত দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসে। আশা করি এখন থেকে আমরা গেস্ট র‍্যানডমলি পাবো।

এ বিষয়ে খান প্যালেসের ব্যবস্থাপক মো. রাসেল খান জানান, আগামী চারদিনের ছুটিকে সামনে রেখে দুদিনের জন্য আমাদের হোটেলের রুমগুলো শতভাগ বুকিং হয়েছে। বাকি দুদিনেরও প্রায় ৮০ শতাংশ বুকিং হয়েছে। এখন অনেক ফোন আসছে বুকিংয়ের জন্য কিন্তু আমরা বুকিং নিতে পারছি না।

অনেক দিন পরে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ছে এমন সংবাদে ইতিমধ্যে পর্যটকদের সেবাকারী প্রতিষ্ঠান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-কের সদস্যদের মাঝেও ব্যস্থতা লক্ষ করা গেছে।

এ বিষয়ে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় সর্বমোট ২০০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে তার মধ্যে আগামি ১০-১৩ তারিখের জন্য প্রায় ৭০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আগামী চারদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন কুয়াকাটায়। যে কারনে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজড়দারি ও মাইকিংসহ পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ম্যানসিটি ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত

বিগত সরকার দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে: বকুল

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও নতুন প্রজন্মের প্রত্যাশাবিষয়ক সেমিনার 

আন্দোলনে সক্রিয় ছিলেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিন

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানি, তদন্তের নির্দেশ ড. ইউনূসের

মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

১০

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা

১২

আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন

১৩

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

১৪

কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

১৫

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

১৬

১ হাজারে দৈনিক সুদ ১০০ টাকা!

১৭

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

১৮

‘ড্রেসিংয়ে গেলে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’

১৯

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

২০
X