পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের ভ্রাম্যমাণ টহল টিম ধারাবাহিকভাবে রাত-দিন পাহারায় থাকবে বলে জানিয়েছেন খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ।
বুধবার (৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, পাইকগাছা উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিএনপির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে বিএনপির টিম প্রতিটি মন্দিরে অবস্থান নিচ্ছেন। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক টিম মাঠে থাকবে। শান্তিপূর্ণভাবে বিসর্জন শেষ করেই তারা বাড়িতে ফিরবে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আজ থেকে পূজা শেষ না হওয়ায় আমাদের ভ্রাম্যমাণ টহল টিম ধারাবাহিক ভাবে রাত-দিন পাহারায় থাকবে।
আজ খুলনার পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য পাইকগাছা বিএনপির করণীয় সম্পর্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ।
এ সময় অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড.সাইফউদ্দীন সুমন, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহর আলী, বিএম আকিজ উদ্দিন, আসাদুজ্জামান খোকন, আবু মুছা, গাজী মুজিবর রহমান, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন, শাহিন মোড়ল, মনিরুল ইসলাম, নূর আলী গোলদার, রুবেল হোসেন, জিএম রহমত, জাহাঙ্গীর গাজী, আরিফ গাজী, শান্তনু সরকার, তৈবুর রহমান, রায়হান গাজী, আবু হোসেন আবদার, মুজাহিদুল ইসলাম শাওন, রাশেদ বিশ্বাস, রফি সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন