ময়মনসিংহের ভালুকায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান এসএম আকরাম হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে কলেজ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভালুকা থানা পুলিশ।
জানা যায়, ২০১৮ সালে উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু বাদী হয়ে এ বছরের ১১ সেপ্টেম্বর ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। মামলা নং ১১। ওই মামলায় আকরাম হোসেনকে চিহ্নিত আসামি করা হয়। এসএম আকরাম হোসাইন উপজেলার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ভাগিনা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান কালবেলাকে বলেন, বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতা মামলার আসামি মল্লিকবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আকরাম হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন