ফুলসজ্জিত গাড়ি করে দুই শিক্ষিকাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ফুলে সাজানো সেই গাড়িতে চড়িয়ে তাদের স্কুল থেকে বাড়ি পৌঁছে দেন দীর্ঘদিনের সহকর্মী ও সন্তানতুল্য শিক্ষার্থীরা। এ সময় করতালি দিয়ে অভিবাদনও জানানো হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিদায় অনুষ্ঠান হয়।
জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা বেগম ৪০ বছর ও রওশন আরা বেগম ৩৯ বছর শিক্ষকতা করেছেন। গুণী এই দুই শিক্ষিকা দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষিকাদের বিদায় জানাতে শিক্ষার্থীরা এ আয়োজন করেন। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তারা।
বিদায়ী শিক্ষিকা রওশন আরা বলেন, দীর্ঘ ৩৯ বছর স্কুলের সুনাম রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে কুণ্ঠাবোধ করিনি। সবার সঙ্গে সুসম্পর্ক রেখে দায়িত্ব পালন করেছি। আজকের দিনটি (বিদায়ক্ষণ) আমার সবচেয়ে বেশি প্রত্যাশা ও ভালো লাগার দিন। এ দিনে এমন ভালোবাসার সম্মান পাব আমি আশা করিনি। এতে অত্যন্ত আনন্দিত ও অভিভূত।
ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহফুজা আক্তার মুন্নি বলেন, রওশন আরা ও সেলিনা ম্যাডাম শুধু গুণী শিক্ষিকাই নন, তাদের ব্যক্তিত্ব, বাচনভঙ্গি এবং শিক্ষার্থীদের প্রতি মাতৃস্নেহ দেখে যে কোনো মানুষই তাদের অনুকরণ করবে। এমন শিক্ষিকাদের আগামীর শিক্ষার্থীরা মিস করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুপ কুমার বণিকের সভাপতিত্বে বক্তৃব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবুর রহমান, সহকারী শিক্ষক মোক্তার হোসেন, ফজলুল ছাত্তার, এহতেশামুল হক, মোখলেছুর রহমান ও শিক্ষার্থী জোবায়ের সানি। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী উম্মে মাহজাবিন। তারা দুই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সহকারী শিক্ষক মোসাদ্দেক কামাল ও অনিত্য চন্দ্র সেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য মো. সফিউল্লাহ ভুইয়া, মিজানুর রহমান, আমির হোসেন, শাবানা আক্তার, সহকারী শিক্ষক, তাছলিমা বেগম, আলমগীর হোসেন, লক্ষণ চন্দ্র সরকার, মজিবুর রহমান ভুঁইয়া, হাসিবুর রহমান, আব্দুল্লাহ মাহবুব সরকার, নুরুন্নাহার ইসলাম, জেসমিন আক্তারসহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন