ন্যাশনাল ইনিস্টিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চের (নিটার) সাবেক শিক্ষার্থী প্রিয়াঙ্কা ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সাভারের নয়ারহাট এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা ইসলাম (২৫) ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্সে (নিটার) পড়াশোনা শেষে গত ৮ মাস ধরে গাজীপুরের মাস্কো গ্রুপে সহকারী মার্চেনডাইজার পদে কর্মরত ছিলেন। গত ১১ সেপ্টেম্বর প্রিয়াঙ্কার এক সহকর্মী তার অভিভাবকদের ফোন করে জানায় প্রিয়াঙ্কা ইসলাম অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। পরে প্রিয়াঙ্কার স্বজনরা হাসপাতালের গিয়ে দেখেন সে মারা গেছে।
এ ঘটনায় প্রিয়াঙ্কার সহকর্মী অভিযুক্ত সাইদুল ইসলাম খন্দকার সোহাগকে (৪২) আসামি করে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন তার পরিবার।
মন্তব্য করুন