ঢাকার অদূরে সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয় এক শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল্লাহ নেওয়াজ তুষীন নামে ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেল ৪টার পর সাভার মডেল থানার সামনের পুকুর থেকে ডুবুরি দলের সদস্যরা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
নিহত কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ নেওয়াজ তুষীন সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে। সে সাভার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নৌবাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। পরে দুপুর ১টার দিকে সে মডেল থানার পুকুরে সাঁতার শিখতে নেমে তলিয়ে যায়। পরে তার তলিয়ে যাওয়ার ঘটনাটি স্থানীয় দুই শিশু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার লাশ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ডুবুরি দলের চারজন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, থানার পুকুরে কেউ একজন তলিয়ে গেছে, স্থানীয় দুই শিশু এমন খবর দিলে আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানাই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের আপত্তি থাকায় আমরা কোনো রকম পোস্টমর্টেম করব না।
মন্তব্য করুন