সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারতও বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট পার্সপোর্ট-ভিসাধারীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন বলে জানা গেছে।
স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপসহ উভয় দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৬টা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনসহ ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে ফের সচল হবে এই স্থলবন্দরের কার্যক্রম।
বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ৯ অক্টোবর থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক ৯ অক্টোবর থেকে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি শেষে আগের মতো বন্দর সচল হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দুর্গাপূজার ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ও ইমিগ্রেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল এবং ভুটানের বিভিন্ন ধরনের পণ্য আনা-নেওয়া হয়ে থাকে।
মন্তব্য করুন