গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ ছিনতাইকারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) টঙ্গী পূর্ব থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ৮ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৪ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মো. সোহেল ওরফে লাল, মো. শাকিল হোসেন, মো. শাকিল মিয়া, মো. শ্যামল, শামীম, মো. অনিক, মেহেদী হাসান জুয়েল, সাকিলসহ ১৩ জন।
এ সময় তাদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার, ১টি চাকু ও ২টি ছুরি উদ্ধার করা হয়। আসামিরা বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গীর বিভিন্ন স্থানে ভাড়ায় বসবাস করে অপরাধে জড়িত ছিল বলে জানায় পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি এসএম মামুনুর রশীদ বলেন, আসামিদের আদালতে পাঠানো হচ্ছে। অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন