পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মো. আলমাস নামে এক জেলের জালে ধরা পড়ে ইলিশটি।
জানা গেছে, জেলে আলমাস কুয়াকাটা পৌর মাছ বাজারের মনি ফিস আড়তে এ মাছটি নিয়ে যান। সেখানে নিলামে তোলা হলে ফিশ ভ্যালির পক্ষে মো. হাসান ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি কিনে নেন।
জেলে মো. আলমাস বলেন, মাছ ধরার জন্য সাগরে গিয়ে বরাবরের মতো হাইরের চর নামক স্থানে জাল ফেলি। এ সময় বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।
মনি ফিস আড়তে ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাঝে মধ্যে বড় ইলিশ মাছ ধরা পড়ে। দামও ভালো পাওয়া য়ায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে, সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।
মন্তব্য করুন