সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট কেন্ত্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।
জানা গেছে, সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দেন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নান হাসপাতালে মেডিসিন বিভাগের অধীনে ভর্তি আছেন। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি ডিভিশনপ্রাপ্ত হওয়ায় হাসপাতালেও ডিভিশন পেয়েছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন কালবেলাকে বলেন, সাবেক মন্ত্রী এমএ মান্নান হার্টের সমস্যা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সাবেক মন্ত্রীর চিকিৎসায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ শিশির চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মন্তব্য করুন