নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) উপজেলার বিন্দুবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তোফাজ্জল হোসেন তোফা (৫২) মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ বিস্ফোরকদ্রব্য আইনে উজায়ের নবী নামে এক ব্যক্তি মান্দা থানায় মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন