সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবি (সা.) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে আশাশুনি সরকারি হাই স্কুল প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাতুন্নবি (সা.) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরার জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ও ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, আশাশুনি উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর, সাতক্ষীরা শহর আমির মো. আবু জাহিদ প্রমুখ।
সন্ধ্যায় অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন অ্যাড. রোকনুজ্জামানসহ স্থানীয় পর্যায়ের শিল্পীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, আল্লাহর রাসুল (সা.) আমাদের আদর্শ। তাকে অনুসরণ করা প্রতিটি মুসলিমের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমাদের দেশকে সুন্দর একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি মুসলিমকে রাসুলের দেখানো পথে চলতে হবে। ইসলামের আদর্শ ছাড়া কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী সাতক্ষীরার জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সমগ্র পৃথিবীর জন্য রহমত বিশ্বনবী। আমাদের প্রিয় নবী ছিলেন দার্শনিক, সমাজবিজ্ঞানী, সমাজ সংস্কারক, রাষ্ট্রনায়ক, অর্থনীতিবিদ ও মানবাধিকারবিদ। এক কথায় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং মানব জাতির মুক্তির দূত। এই উত্তপ্ত পৃথিবীতে শান্তির সুশীতল ছায়া বিদ্যমান করতে হলে আমাদের সবার আগে বিশ্বনবীর জীবন বিধান মেনে চলতে হবে। একমাত্র ইসলামই পারে পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আশাশুনি উপজেলায় প্রকাশ্যে বৃহৎ পরিসরে কোনো অনুষ্ঠান করতে পারায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে আবেগঘন এক পরিবেশ সৃষ্টি হয়। পবিত্র সিরাতুন্নবি (সা.) মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন