বরিশালের বানারীপাড়া পৌরশহরের একটি চেম্বার থেকে মো. কুতুবুদ্দিন নামের এক ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, নড়াইল জেলার সদর থানার কৃষ্ণপুর এলাকায় রুহুল আমিনের ছেলে কুতুবুদ্দিন দীর্ঘদিন থেকে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে স্বরূপকাঠি উপজেলায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি স্বরূপকাঠি পৌরশহর, আলকির হাট ও প্রতি সোমবার বানারীপাড়া পৌরশহরের জননী অপটিকসের পেছনে চেম্বারে বসে অর্শ্ব ও পাইলসের চিকিৎসাসহ অপারেশন করতেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসকের খবর পেয়ে সোমবার সকালে থানা পুলিশের সহযোগিতায় জননী অপটিকসের ভেতরের চেম্বারে অভিযান চালিয়ে কুতুবুদ্দিনকে আটক করা হয়।
এ সময় তিনি চিকিৎসকের কোনো প্রমাণাদি দেখাতে পারেননি তিনি। পরে ওই ভুয়া চিকিৎসককে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। এক পর্যায়ে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান কুতুবুদ্দিন।
মন্তব্য করুন