শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এসআই শাহিন, লালমনিরহাটের ছাত্র প্রতিনিধি হামিদুর রহমান, আজমাউল হক খন্দকার, মো. নাঈম ও আহনাফ।
বক্তব্যে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম উর্মি বিভিন্নভাবে ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন। এ সময় তারা শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিষ্কারের দাবি জানান।
যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এরই মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে রোববার (৬ অক্টোবর) তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
মন্তব্য করুন