বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ১১ মামলার আসামি তিনি। সজীব সাহা বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের মানিকচক মহল্লার হিন্দুপাড়া এলাকার ডা. মুকুল সাহার ছেলে।
বগুড়া সদর থানার ওসি এসএম মাঈনুদ্দীন বলেন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে বগুড়া পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা রোববার রাতেই তাকে বগুড়ায় এনেছি।
সজীব সাহার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ভাঙচুর, নাশকতাসহ বিস্ফোরক ধারায় ১১টি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। ২০২২ সালের ৭ নভেম্বর সজীব সাহাকে সভাপতি করে বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন