ডিম, ব্রয়লার মুরগি, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ ভোক্তা অধিকারবিরোধী অভিযানে বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) কক্সবাজার জেলার সদর উপজেলার বাজারঘাটা ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালিত হয় কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে। এসময় বাজারঘাটা এলাকায় এবি পোলট্রি অ্যান্ড ডেইরিকে বেশি মূল্যে ডিম বিক্রয় করার অপরাধে পাঁচ হাজার টাকা, জেরিন রেস্তরাঁকে মূল্য তালিকা না থাকার অপরাধে দুই হাজার টাকা, বড় বাজার এলাকায় শাহবাগ হোটেলকে মূল্য তালিকা না থাকায় ১৫ হাজার টাকা, জাহাঙ্গীর স্টোরকে ৫ হাজার টাকা এবং আমানুল্লাহ স্টোরকে মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ইত্যাদি না থাকার অপরাধে ১০ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ পরিবীক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন এবং সেই অনুযায়ী বিক্রয় পরিবীক্ষণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, ওজনে কারচুপি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুত পরিস্থিত ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়েছে। অভিযান চলাকালীন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য করুন